দ. কোরিয়া, জাপানের কাছ দিয়ে উড়ল রুশ বোমারু বিমান

s3.reutersmedia.netরাশিয়ার পারমাণবিক বোমা নিক্ষেপে সক্ষম একটি বোমারু বিমান প্রশান্ত মহাসাগর, জাপান সাগর ও পূর্ব চীন সাগরের উপর দিয়ে গেছে। এই ঘটনায় জাপান ও দক্ষিণ কোরিয়া যুদ্ধ বিমান পাঠিয়ে রুশ বোমারুকে এই এলাকা থেকে সরিয়ে দেয়। বৃহস্পতিবার রাশিয়া এই দাবি করেছে।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, টুপোলেভ-৯৫এমএস বোমারু বিমানটি নিরপেক্ষ জলসীমায় অভিযানে ছিল। সঙ্গে ছিল রাশিয়ান সুখই-৩৫ এস যুদ্ধবিমান ও এ-৫০ সতর্কতা ও নিয়ন্ত্রণ বিমান। এ সময় রুশ বোমারু বিমানকে এসকর্ট করে দক্ষিণ কোরিয়া ও জাপানের সামরিক বিমান।

ঠিক কতোটি বিমান ও বোমারু অভিযানে অংশ নিয়েছিল তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে মন্ত্রণালয় জানিয়েছে, টিউ-৯৫ এমএস বোমারু বিমানটি মধ্যআকাশে রিফুয়েলিং করা হয়েছিল।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে রাশিয়ার সীমান্ত রয়েছে। কোরীয় উপসাগরে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে নিয়ে চলমান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করে আসছে রাশিয়া। এছাড়া রাশিয়া জাপানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। সূত্র: রয়টার্স।