বিরোধপূর্ণ দ্বীপের কাছে চীনা সামরিক যানের উপস্থিতির প্রতিবাদ জাপানের

পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ দীপের কাছে চীনের একটি সামরিক জাহাজের উপস্থিতির প্রতিবাদ জানিয়েছে জাপান। বৃহস্পতিবার জাপান জানিয়েছে, এ ধরনের পদক্ষেপে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতিকে প্রভাবিত করতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চীনা কোস্টগার্ডের একটি জাহাজ

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার চীনের একটি ফ্রিগেট বিরোধপূর্ণ সেনকাকু দ্বীপের কাছে জলসীমায় পৌঁছায়। তবে তা জাপানের জলসীমায় প্রবেশ করেনি। এই দ্বীপটি চীনের কাছে দাইয়ু হিসেবে পরিচিত।

একই দিনে ওই জলসীমায় একটি বিদেশি সাবমেরিনের উপস্থিতিও শনাক্ত করা হয়েছে। তবে সাবমেরিনটি কোন দেশের তা শনাক্ত করা যায়নি। বৃহস্পতিবার দুপুরে চীনা ফ্রিগেট ও বিদেশি সাবমেরিনটি ওই জলসীমা ত্যাগ করে।

মানুষের বসবাসের অযোগ্য ছোট্ট এই দ্বীপের মালিকানা নিয়ে চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দ্বীপটি জাপান নিয়ন্ত্রণ করছে কিন্তু চীনও এটির মালিকানা দাবি করে আসছে।

এক সংবাদ সম্মেলনে জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে এমন কিছু না করার জন্য চীনের প্রতি আমরা জোরালো আহ্বান জানাচ্ছি।