আফগানিস্তানে সরকারি বাহিনীর অভিযানে তিন দিনে ৭০ জঙ্গি নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ৭০ জঙ্গি নিহত ও অপর ১৫ জন আহত হয়েছে। আফগান বাহিনী বৃহস্পতিবার এ অভিযান শুরু করে। শনিবার স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

36dccc915031365a3b732b10dbd017fc-5a84590786a47

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের সেনা মুখপাত্র খাজা ইয়াহিয়া আলাভি বলেন, আফগানিস্তানের সহিংসতাকবলিত উরুজগান প্রদেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার থেকে শুরু করা সামরিক অভিযানে কমপক্ষে ৭০ জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে অব্যাহত এ অভিযানে আরও ১৭ জন আহত হয়েছে।

ওই সেনা কর্মকর্তা আরও জানান, এ সময় জঙ্গিদের ১২ টি গোপন ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়। বিমানবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ প্রতিবেদনের ব্যাপারে তালেবান জঙ্গিদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত কয়েক সপ্তাহে বড় দুইটি হামলা চালিয়েছে তালেবানরা। প্রাণ হারিয়েছে প্রায় ১৫০ জন মানুষ। এরপর কঠোর অবস্থান নেয় যুক্তরাষ্ট্র ও আফগান সরকার। পরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য করে দেওয়া এক বিবৃতিতে সংলাপে বসার আগ্রহ জানায় জঙ্গি গোষ্ঠীটি। তারা জানায়, ‘আমরা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আফগান সংকট দূর করতে চাই।’