পাকিস্তানে একই দিনে ৩টি আত্মঘাতী হামলায় ৭ জন নিহত

মঙ্গলবার পাকিস্তানে তিনটি পৃথক বোমা হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৭ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। মিনা গুণ্ডি এলাকায় ওয়েস্টার্ন বাইপাসের কাছে ‘ফ্রন্টিয়ার কর্পসের’ একটি চৌকিতে দুটি এবং বিমানবন্দর সড়কের ওপর একটি পুলিশ ভ্যানে এসব হামলা চালানো হয়। পাকিস্তান টুডে লিখেছে, কোয়েটার ‘সিভিল হসপিটালের’ মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. আরবাব কামরান  ৭ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।  quetta-map_650x400_41452662217

ফ্রন্টিয়ার কর্পসের চৌকিতে হামলার ঘটনায় জড়িত অন্তত দুজন আত্মঘাতী হামলাকারী। এফসি ৬৪ চৌকির প্রবেশপথে হামলাকারী গুলিবর্ষণ শুরু করলে নিরাপত্তাবাহিনীর সদস্যরা পাল্টা গুলিবর্ষণের জন্য অবস্থান নেয়। তখন আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। প্রথম বিস্ফোরণে নিহত আত্মঘাতী বোমা হামলাকারীর মরদেহের কাছে গেলে একই স্থানে আবারও আত্মঘাতী হামলা চালানো হয়। সেখানে নিরাপত্তাবাহিনীর দুজন কর্মকর্তা নিহত হন এবং ৮ জন আহত হন।

এরপর বিমান বন্দর সড়কে একটি পুলিশ ভ্যানের ওপর হামলা চালানো হয়। ওই হামলায় ৫ পুলিশ সদস্য নিহত হন। ‘ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের’ (আইএসপিআর) বরাত দিয়ে পাকিস্তান টুডে এ খবর নিশ্চিত করেছে। বোমা নিস্ক্রিয়করণ দল স্থান দুটিতে পৌঁছেছে। এলাকাগুলো নিরাপত্তার খাতিরে পুলিশ ঘিরে রেখেছে।

গত জানুয়ারিতেই কোয়েটার জারঘুন সড়কে পুলিশের গাড়ি লক্ষ্য করে হওয়া আত্মঘাতী হামলায় অন্তত ৭ জন নিহত ও ১৬ জন আহত হয়েছিল।