কানাডা ইস্যুতে সৌদি আরবকেই সমর্থন পাকিস্তানের

কানাডার সঙ্গে সৌদি আরবের সাম্প্রতিক কূটনৈতিকবিরোধে রিয়াদের পক্ষেই অবস্থান নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম ডন এখবর জানিয়েছে।

পাকিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সার্বভৌমত্ব রক্ষার জন্য সৌদি আরবের নেওয়া পদক্ষেপকে নীতিগতভাবে এবং দুই দেশের ঐতিহাসিক ও ভাতৃত্বপূর্ণ সম্পর্কের কারণে সমর্থন জানায় পাকিস্তান।

সৌদি আরবে নারী অধিকারকর্মীদের ‘অবিলম্বে মুক্তি’ দাবি করার জের ধরে রিয়াদের সঙ্গে কানাডার কূটনৈতিক বিরোধের শুরু। বিবৃতির পরই সৌদি আরব কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার ও কানাডায় নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যহার করেছে। বাতিল করেছে কয়েকটি চুক্তি। কানাডার সঙ্গে থাকা দেশটির স্থগিত চুক্তিগুলোর মধ্যে রয়েছে নতুন বিনিয়োগের প্রস্তাব, সহস্রাধিক ডলারের প্রতিরক্ষা সমঝোতা ও শিক্ষা সংক্রান্ত চুক্তি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের সিদ্ধান্তের পক্ষে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এবার পাকিস্তানও সৌদি আরবকে সমর্থন জানালো। অন্যদিকে কানাডা বলেছে, বিশ্বের যেখানেই হোক না কেন তারা মানবাধিকার, নারী স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেবে। সৌদি সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।