ফিলিপাইনে ম্যাংখুতের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৫

ফিলিপাইনে শনিবার ঘূর্ণিঝড় ম্যাংখুতের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। রবিবার (১৬ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ নিহতের এই সংখ্যা জানিয়েছে। ফিলিপাইনভিত্তিক সংবাদমাধ্যম র‍্যাপলারের এক খবরে বিষয়টি জানা গেছে।

_103449797_049300509

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অন্তত ২৫ জন নিহতের কথা রবিবার সকাল পর্যন্ত নিশ্চিত হওয়া গেলেও বন্ধ হয়ে যাওয়া সড়ক ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় গ্রামীণ এলাকায় ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। কৃষি এলাকা কাগায়ানে ফসলের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

৯০০ কিলোমিটার গতিতে বৃষ্টি ও শক্তিশালী দমকা হাওয়া নিয়ে ঘূর্ণিঝড় ম্যাংখুত চীনের দক্ষিণাঞ্চলে দিকে এগিয়ে যাচ্ছে।

ফিলিপাইন সরকারের প্রধান দুর্যোগ সমন্বয়কারী ফ্রান্সিস টলেন্টিনো বলেন, এখন পর্যন্ত ২৫জন নিহত।  এদের মধ্যে কর্ডিলো প্রশাসনিক অঞ্চলেই নিহত হয়েছেন ২০ জন। এই এলাকায় নিখোঁজ রয়েছেন ১৩ জন এবং আহত হয়েছেন অন্তত ২০ জন।

দেশটির জাতীয় ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা পরিষদের মতে, লুজনে ম্যাংখুতের আঘাতে ক্ষতির শিকার হয়েছেন অন্তত আড়াই লাখ মানুষ।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার দুটি শহর রবিবার পরিদর্শন করবেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে।