ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে আড়াই লাখ টন ধানের ক্ষতি

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ম্যাংখুতের আঘাতে ২ লাখ ৫০ হাজারের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। দেশটির কৃষি বিভাগ শনিবার ঘূর্ণিঝড়টি ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশে আঘাত হানে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

download

কৃষি বিভাগ জানায়, প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণের পর ধারণা করা হচ্ছে আড়াই লাখ টন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ফসলের ক্ষতির আর্থিক মূল্য ৯২ মিলিয়ন ডলার। ক্ষতি হওয়া ফসলের মধ্যে ১২০৪ টন গমও রয়েছে।

বিশ্বের একটি বৃহত্তম চাল আমদানিকারক দেশ ফিলিপাইন। ঘূর্ণিঝড় ম্যাংখুতের আঘাতের আগে থেকেই চালের মজুদ বাড়ানোর চাপে ছিল। চালের পাইকারি মূল্য বৃদ্ধি দেশটির এক দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি কমিয়ে আনতে সহযোগিতা করছে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) ফিলিপাইনে আঘাত হানে শক্তিশালী ঝড়টি। ম্যাংখুতের আঘাতে ফিলিপাইনে নিহতের সংখ্যা সোমবার পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। দেশটির পুলিশ জানিয়েছে ৪৩ জন নিখোঁজ ও ৬৪ জন আহত হয়েছেন।