প্রতিবন্ধীদের অলিম্পিক গেমস বাছাই পর্ব

ইসরায়েলি সাঁতারুদের ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তে অটল মালয়েশিয়া

প্যারা অলিম্পিকের বাছাই পর্বে ইসরায়েলি সাঁতারুদের অবাঞ্ছিত ঘোষণার সিদ্ধান্তে অটল থাকার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। এমন কি যদি ভেন্যু হিসেবে মালয়েশিয়াকে বাতিল করা হয় তাহলেও এ সিদ্ধান্ত থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি। তুর্কি সংবাদপত্র আনাদোলু পোস্ট জানিয়েছে, মালয়েশিয়া ফিলিস্তিনিদের মুক্তি আন্দোলনের একনিষ্ঠ সমর্থক। ইসরায়েলের সঙ্গে তাদের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। সেজন্যই তাদের এই অবস্থান। কিন্তু ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ উল্লেখ করেছে, আগে একবার ইসরায়েলি নাগরিককে বিশেষ ব্যবস্থায় মালয়েশীয় ভিসা দেওয়া হয়েছিল।c26327a49d4dff80a56af220981cd358-5c38b04bdfda0

শারীরিক প্রতিবন্ধীদের জন্য আয়োজন করা হয় প্যারা অলিম্পিক। আগামী ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০১৯ সালে প্যারা অলিম্পিক সাঁতার প্রতিযোগিতার বাছাই পর্ব। এর ভেন্যু মালয়েশিয়ায়। ৭০ দেশের ছয় শতাধিক সাঁতারুর এই বাছাই পর্বে অংশ নেওয়ার কথা। তাদের মধ্যে রয়েছে ইসরায়েলের সাঁতারুরাও। প্রতিযোগিতায় উত্তীর্ণ সাঁতারুরাই ২০২০ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য প্যারা অলিম্পিকে অংশগ্রহণ করবেন।

মন্ত্রিপরিষদের এক বৈঠকের পর শুক্রবার (১১ জানুয়ারি) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সাংবাদিকদের বলেছেন, ‘আমরা তাদের আসতে দেবো না। তারপরও যদি তারা আসতে চায়, তাহলে তা হবে অপমান।’ এদিকে আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটি এবং ইসরায়েলের অলিম্পিক কমিটি সিদ্ধান্ত পরিবর্তনের জন্য মালয়েশিয়ার সরকারের ওপর চাপ প্রয়োগ করছে। এ বিষয়ে মাহাথির মন্তব্য করেছেন, ‘তারা যদি আমাদের দেশে চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত বাতিল করতে চায়, তা তারা করতে পারে।’ মালয়েশিয়ার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী স্টিভেন সিম বলেছেন, ‘এ বিষয়ে মালয়েশিয়া তার দৃঢ় অবস্থান ধরে রাখবে এবং ফিলিস্তিনি জনগণের বিষয়ে হওয়া অবিচারের প্রতিবাদ জানিয়ে যাবে।’

অন্যদিকে ইসরায়েলি অলিম্পিক কমিটির চেয়ারম্যান নিসিম সাসপোরতাস দেশটির সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজকে বলেছেন, ‘বেশ কিছুদিন ধরেই আমরা চ্যাম্পিয়নশিপে আমাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিতের চেষ্টা করছি। সংশ্লিষ্টরা বলেছেন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনও আমন্ত্রণ বা ভিসা পাইনি। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ এবার ইসরায়েলিদের ঢুকতে কড়া ভূমিকা নিলেও আগে এক ইসরায়েলি নাগরিককে বিশেষ ব্যবস্থায় মালয়েশিয়ায় ঢুকতে দেওয়ার উদাহরণ আছে। ২০১০ সালে ‘এএক্সএন এশিয়া রিয়েলিটি শোয়ের’ জন্য ইসরায়েলি বক্সার এলিয়া গ্রাদ বিশেষ বিবেচনায় মালয়েশীয় ভিসা পেয়েছিলেন।