উত্তর কোরিয়া কি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে?

স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা আশঙ্কা ব্যক্ত করেছেন, উত্তর কোরিয়া খুব সম্ভব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। তবে সেটি উত্তর কোরিয়ার নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতিও হতে পারে। শঙ্কা বৃদ্ধি পাওয়ার কারণ, সানুমডং নামের সংশ্লিষ্ট স্থানটিতে আগে থেকেই উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করা রয়েছে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, উত্তর কোরিয়ার এমন প্রস্তুতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে হতাশাজনক আখ্যা দিয়েছেন।w3RmNsXq
উত্তর কোরিয়া যাতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র গবেষণা পরিহার করে তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার ওপর চাপ দিয়ে আসছে। দেশটির ওপর দীর্ঘদিন ধরে বলবৎ রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ২০১৮ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সিঙ্গাপুরে এক ঐতিহাসিক সম্মেলনে মিলিত হন। সেখানে চূড়ান্ত কোনও সমঝোতা না হলেও দুই পক্ষ আবারও মিলত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন। এ বছরের ফেব্রুয়ারি মাসে ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত হয় ট্রাম্প-কিম দ্বিতীয় সম্মেলন। কিন্তু সেখান থেকেও সুনির্দিষ্ট কোনও ঘোষণা আসেনি।
গত সপ্তাহেই জানা গিয়েছিল, উত্তর কোরিয়া সোহায়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মূল স্থাপনার উন্নয়ন কাজ সম্পন্ন করেছে। গত বছর ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র বন্ধ করে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছিল। কিন্তু এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত না হওয়ায় তা স্থগিত করা হয়। সোহায়ের পর খবর এলো সানুমডংয়ের।
স্যাটেলাইটে তোলা ছবি থেকে দেখা গেছে, উত্তর কোরিয়া সানুমডংয়ে বড় বড় গাড়ি পাঠিয়েছে। গাড়িগুলো স্যাটেলাইট বা ক্ষেপণাস্ত্র লঞ্চপ্যাডের কাছে নিয়ে যেতে ব্যবহৃত হয়ে থাকতে পারে। সানুমডংয়ে উত্তর কোরিয়া স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে না কি ক্ষেপণাস্ত্র পরীক্ষার, তা নিয়ে মতভেদ রয়েছে। বিশেষজ্ঞদের কেউ কেউ বলেছেন, স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ব্যবহৃত রকেট ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জন্য খুব একটা কার্যকর নয়। এটি স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি হতে পারে।
কিন্তু যুক্তরাষ্ট্রের ভাষ্য, যদি সেটা হয়ে থাকে তাহলেও তা ট্রাম্পের সঙ্গে কিম জং উনের সমঝোতার খেলাপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার এমন পদক্ষেপের বিষয়ে মন্তব্য করেছেন, ‘এ দাবি যদি সত্য হয় তাহলে আমি বিস্মিত হবো। কারণ তার সঙ্গে আমার যে সমঝোতা হয়েছে সেটার সঙ্গে এই বিষয়টি যায় না। আমি খুবই হতাশ হবো, যদি আবার তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে।’
দক্ষিণ কোরিয়ার সিউলে নিয়োজিত বিবিসির সাংবাদিক লরা বিকার মন্তব্য করেছেন, ভিয়েতনামে আশাব্যাঞ্জক কোনও সমঝোতা না হওয়ার প্রেক্ষিতেই উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে এই পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। বিবিসি জানিয়েছে, সানুমডংয়ের স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে মার্কিন সম্প্রচারমাধ্যম এনপিআর।