শ্রীলঙ্কায় নিহতদের মধ্যে অন্তত ৩০ জন বিদেশি নাগরিক

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত দুই শতাধিক মানুষের মধ্যে অন্তত ৩০ জন বিদেশি নাগরিক রয়েছেন। লঙ্কান কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। নিহত বিদেশিদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, পর্তুগাল, তুরস্ক ও চীনের নাগরিক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

_106537148_fe5de233-26db-4b5f-a2a1-86dc4bb8fccf

রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে রাজধানী কলম্বো ও তার আশেপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলে আটটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভয়াবহ সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২০৭ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ইতোমধ্যেই ৫০০ ছাড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সিরিজ বিস্ফোরণে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় অপরাধীদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজয়বর্ধন জানিয়েছেন, ইতোমধ্যেই অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়েছেন তদন্তকারীরা। হামলায় জড়িত সন্দেহে সাত ব্যক্তিকে গ্রেফতারের কথা জানিয়েছেন তিনি।

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক নিশ্চিত করেছেন, নিহতদের মধ্যে একজন ডাচ নাগরিক রয়েছেন।

পর্তুগালের বার্তা সংস্থা লুসা জানায়, রবিবারের হামলায় একজন পর্তুগিজ নাগরিক নিহত হয়েছেন।

এর আগের চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একজন চীনা নাগরিক নিহতের কথা জানিয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, ইস্টার সানডে’র হামলায় দুই তুর্কি নাগরিক নিহত হয়েছেন।

শ্রীলঙ্কায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার জেমস ডাউরিস জানিয়েছেন, সিরিজ হামলায় কয়েকজন ব্রিটিশ নাগরিক হতাহত হয়ে থাকতে পারেন। তবে এখনই আমরা বলতে পারছি না কতজন হতাহত হয়েছেন।

আরও পড়ুন-