কাঠমান্ডুতে জোড়া বিস্ফোরণে নিহত অন্তত ৩

নেপালের রাজধানী কাঠমান্ডুতে জোড়া বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। রবিবার নেপাল সময় বিকাল সাড়ে চারটার দিকে এই বিস্ফোরণ হয়। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Blast-site-in-Kathmandu

স্থানীয় টেলিভিশন চ্যানেল কেটিভি’র খবরে বলা হয়েছে, একটি বিস্ফোরণ হয়েছে শহরের প্রাণ কেন্দ্রে আরেকটি শহরতলীতে। বিস্ফোরণে অপর পাঁচ ব্যক্তি আহত হয়েছেন।

বিবিসি’র খবরে বলা হয়েছে, নিরাপত্তাবাহিনীর সদস্যরা উভয় ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু হয়েছে।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশকে উদ্ধৃত করে হিমলয়ান টাইমস জানিয়েছে, এতে ইম্প্রোভাইজড এক্সপ্লুসিভ ডিভাইস ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণস্থল থেকে মাওবাদীদের একটি বিদ্রোহী গোষ্ঠীর প্রচারণাপত্র পাওয়া গেছে।

এর আগে ফেব্রুয়ারিতে কাঠামান্ডুতে এক বিস্ফোরণে এক নিহতের ঘটনায় জড়িত গোষ্ঠীই এই হামলার জন্য দায়ী বলে সন্দেহ করা হচ্ছে।