আফগান সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় অস্বীকৃতি তালেবানের

আফগানিস্তানের সরকারের সঙ্গে সরাসরি কোনও আলোচনায় বসার প্রস্তাবে অস্বীকৃতি জানিয়েছে তালেবানরা। আগামী দুই সপ্তাহের মধ্যে তালেবানের সঙ্গে সরকারের আলোচনার বিষয়ে সিনিয়র মন্ত্রীর বক্তব্যের পর রবিবার অবস্থান জানালো এই সশস্ত্র গোষ্ঠী। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ খবর জানিয়েছে।

5d3d3def8af5c

কাতারে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের এক মুখপাত্র সুহাইল শাহীন বলেন, বিদেশি সেনাদের প্রত্যাহারের পরই আন্তঃআফগান আলোচনা হতে পারে।

শনিবার আফগানিস্তানের শান্তিবিষয়ক প্রতিমন্ত্রী আব্দুল সালাম রাহিমি বলেছিলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারের ১৫ সদস্যের প্রতিনিধি দল সরাসরি তালেবানের সঙ্গে আলোচনায় বসবে।

প্রায় এক বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে তালেবানরা। তবে তারা আফগান সরকারকে পুতুল শাসক আখ্যায়িত করে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

কাবুল সফররত মার্কিন দূত জালমায় খলিলজাদ টুইটারে জানিয়েছেন, আমাদের নিজেদের সমঝোতা হওয়ার পর আন্তঃআফগান আলোচনা অনুষ্ঠিত হবে।