সাংবাদিকের বিরুদ্ধে ১০০০ কোটি রুপির মানহানির নোটিশ ইমরান খানের

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির একটি বেসরকারি টেলিভিশনের উপস্থাপক নাজাম শেটির বিরুদ্ধে এক হাজার কোটি রুপির মানহানির নোটিশ দিয়েছেন। নোটিশে তিনি অভিযোগ করেছেন, উপস্থাপক তার ব্যক্তি জীবন নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করেছেন।

Imran-Khan-1-784x441

ব্যক্তি জীবন নিয়ে ‘প্রোপাগান্ডা’ চালানোর অভিযোগে নাজাম শেটির নোটিশ পাঠিয়েছেন ইমরানের আইনজীবী বাবর আওয়ান। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সম্পর্কে ফেক নিউজের প্রতি কোনও প্রশ্রয় দেওয়া হবে না।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের কেন্দ্রীয় জনসংযোগ প্রধান আসগর লেঘারি দাবি করেছেন, ইমরানের ব্যক্তিজীবন নিয়ে লজ্জাজনক অভিযোগ তুলেছেন শেটি। এর মধ্য দিয়ে শেটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আইন ও নৈতিকতা লঙ্ঘন করেছে। যা প্রধানমন্ত্রীর মানহানি করেছে।

লেঘারি জানান, তার আশা পিছু না হটে শেটি আদালতের মুখোমুখি হবেন। না হলে তাকে ১ হাজার কোটি রুপি দিতে হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস