নেপালে বাস দুর্ঘটনায় ১৪ হিন্দু পুণ্যার্থী নিহত

নেপালে বাস দুর্ঘটনায় ১৪ হিন্দু পুণ্যার্থী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রবিবারের দুর্ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন। মহাসড়ক থেকে বাসটি খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এখবর জানা গেছে।

1e14ff8db246463cad5c5ff9ae20656b_18

খবরে বলা হয়েছে, ৩২ জন যাত্রীবাহী বাসটি ৭০ মিটার গভীর খাদে পড়ে যায়। রাজধানী কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে সিন্দুপালচক জেলায় এই দুর্ঘটনা ঘটেছে।

বাসটিতে করে দোলাখা জেলার কালিনচক ভাগবতীতে ৪ হাজার মিটার উঁচুতে অবস্থিত বিখ্যাত হিন্দু মন্দির থেকে পুণ্যার্থীরা ফিরছিলেন।

পুলিশ কর্মকর্তা প্রাজওয়াল মহারজন বলেন, আমরা দুর্ঘটনাস্থল থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করেছি। আর হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা চারজন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা যায়নি। কিন্তু পুলিশ জানিয়েছে বেপরোয়া গাড়ি চালানো দুর্ঘটনার প্রধান কারণ হতে পারে।

নেপালে বাস দুর্ঘটনা নিয়মিত ঘটে। সড়কের খারাপ অবস্থা, দুর্বল যানব্যবস্থাপনা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে। গত মাসেই নেপালের মধ্যাঞ্চলে একটি বাস খাদে পড়ে অন্তত ১৮ যাত্রী নিহত হয়েছেন।