নতুন বছরের প্রথম মুহূর্তে হংকংয়ে বিক্ষোভকারীদের ওপর চড়াও পুলিশ

২০২০ সালে পদার্পণের কয়েক মিনিট পরেই চীনবিরোধী বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস ছুড়েছে পুলিশ। ১ জানুয়ারিকে কেন্দ্র করে বড় ধরনের মিছিল ও সমাবেশের পরিকল্পনায় রাস্তায় নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

69301_HKG20191231HONGKONGPOLICEAFP_1577818616103

গত ছয় মাস ধরে বিক্ষোভ চলছে হংকংয়ে। এর মধ্যে বেশ কয়েকটি বড় সমাবেশ হয়েছে। যেগুলোতে দশ লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছেন। সংঘর্ষ হয়েছে পুলিশের সঙ্গে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে বিক্ষোভকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে।

মঙ্গলবার মধ্যরাতের পূর্বে শহরটি আর্থিক কেন্দ্র ভিক্টোরিয়া হারবারে জড়ো হন কয়েক হাজার বিক্ষোভকারী। তারা স্লোগান দিতে থাকেন, দশ, নয়, হংকংয়ে মুক্ত করো, বিপ্লব করো। এ সময় তারা নিজেদের মোবাইল ফোনের বাতি জ্বালিয়ে আলোর সমুদ্র তৈরি করেন।

মং কক জেলায় অল্প কিছু সংখ্যক বিক্ষোভকারী জড়ো হন। তারা পুলিশের ব্যারিকেডে অগ্নিসংযোগ করে এবং দাঙ্গা পুলিশ ২০২০ সালের প্রথম লগ্নেই তাদের প্রতি টিয়ার গ্যাস ছুড়ে।

এর আগে ২০১৯ সাল শেষ হওয়ার কিছুক্ষণ আগে প্রিন্স এডওয়ার্ড এলাকায় জলকামান ব্যবহার করে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এখান থেকে মোমবাতি মিছিল বের করার দায়ে বেশ কয়েকজন গ্রেফতার করা হয়।