আফগানিস্তানে দুই মার্কিন সেনা নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। ওই হামলায় অপর ছয় সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_110824179_c2270b15-fbae-4bfb-9abf-f701383319f6

কর্নেল সনি লেগেট বলেন, সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে আফগানিস্তানের সামরিক পোশাক পরিহিত এক ব্যক্তি মেশিন গান দিয়ে যুক্তরাষ্ট্র ও আফগান সেনাদের ওপর গুলিবর্ষণ করে।

আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনী এই মুখপাত্র জানান, শনিবার নাঙ্গারহার প্রদেশে এই হামলা হয়।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর তালেবানকে উৎখাতে মার্কিন অভিযান শুরু হয়। এখনও দেশটিতে ১৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।

কর্নেল লেগেট এক বিবৃতিতে বলেন, আমরা এখনও হামলার বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। এই মুহূর্তে হামলার কারণ বা মোটিভ জানা যায়নি।

গত বছর নভেম্বরে আফগানিস্তান সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে যুক্তরাষ্ট্রের সেনা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

২০০১ সালে উৎখাত হওয়ার সময়ের চাইতে এখন তালেবান বেশি ভূখণ্ড নিয়ন্ত্রণ করে। সম্প্রতি তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনাও স্থবির হয়ে পড়েছে।