সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত পঞ্চম বাংলাদেশি শনাক্ত

সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত আরও এক বাংলাদেশি প্রবাসী শ্রমিককে শনাক্ত করা হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এর ফলে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা দাঁড়াল পাঁচ জনে। সিঙ্গাপুরের সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস এখবর জানিয়েছে।

5aca8450-4fe8-11ea-bf78-b3d7abc3bcb6

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত শ্রমিকের বয়স ২৬ বছর। তিনি বাংলাদেশি শ্রমিক সেলেটার অ্যারোস্পেস হাইটস নির্মাণাধীন ভবনে কাজ করতেন। তিনি ওয়ার্ক পারমিট নিয়ে সিঙ্গাপুরে অবস্থান করছেন। সম্প্রতি তিনি চীন সফর করেননি।

এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত যে চার বাংলাদেশি শ্রমিককে শনাক্ত করা হয়েছিল তারাও একই স্থানে কাজ করতেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৭২ জনকে শনাক্ত করা হয়েছে।
উল্লেখ্য, চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬২ জনে। এছাড় আক্রান্ত হয়েছে ৬৮ হাজারেরও বেশি মানুষ। রবিবার নতুন করে ১৩৯ জনের মৃত্যুর খবর জানায় চীনের স্বাস্থ্য কমিশন।