করোনা পরীক্ষার জন্য ২ হাজার রোহিঙ্গাকে খুঁজছে মালয়েশিয়া

করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে দেশটিতে বসবাসরত দুই হাজার রোহিঙ্গাকে পরীক্ষার জন্য খুঁজছে মালয়েশিয়া। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, কুয়ালালামপুরে এক তাবলিগ জামাতে অংশ নিয়েছিলেন এই রোহিঙ্গারা। ধারণা করা হচ্ছে, দেশটিতে করোনা বিস্তার ছড়িয়ে পড়েছে এই তাবলিগ জামাতে অংশ নেওয়া মানুষদের মাধ্যমে।

4
মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের মুখে এক লাখের বেশি রোহিঙ্গা মালয়েশিয়ায় পালিয়ে আশ্রয় নিয়েছেন। কিন্তু এখনও তারা দেশটিতে অবৈধ অভিবাসী হিসেবে বিবেচিত হয়।

ফ্রি মালয়েশিয়া টুডে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, লক্ষণ দেখা গেলেও তাবলিগ জামাতে অংশ নেওয়া রোহিঙ্গারা কোভিড-১৯-এর পরীক্ষা করাতে চাইবেন না।
মালয়েশিয়ার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার জানিয়েছেন, তারা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে যাতে সব শরণার্থী ও আশ্রয় প্রার্থীরা সরকারের করোনা মোকাবিলায় গৃহীত পদক্ষেপের অন্তর্ভুক্ত হয়। সংস্থার পক্ষ থেকে কোভিড-১৯-এর জন্য রোহিঙ্গা ভাষায় হটলাইন চালু করা হয়েছে।
রোহিঙ্গাদের সন্ধানে মালয়েশিয়ার উদ্যোগ প্রমাণ করে বৈধ কাগজপত্রহীন ও সরকারের অগোচরে বসবাসকারীদের মধ্যে ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, ওই তাবলিগ জামাতে ১৬ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। রোহিঙ্গা ছাড়াও অন্য শরণার্থী ও অবৈধ অভিবাসীরা এতে অংশ নেন। ধারণা করা হয়, এশিয়ার বিভিন্ন দেশের দেড় হাজার মানুষও এতে অংশগ্রহণ করেছিলেন।
দক্ষিণ-পূর্ব এশিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ৬৭০ জন মালয়েশিয়ার ওই তাবলিগ জামাত সংশ্লিষ্ট। এদের মধ্যে মালয়েশিয়ার ৫৭৬, ব্রুনেইর ৬১, কম্বোডিয়ার ২২, সিঙ্গাপুরের ৫, থাইল্যাল্ডের ৭ ও ভিয়েতনাম ও ফিলিপাইনের একজন করে।