করোনা আতঙ্কেও একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

বিশ্বজুড়ে করোনা মহামারির আতঙ্কের মধ্যেও উত্তর কোরিয়া গত এক মাসে চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এই পরীক্ষা চালানোর কথা নিশ্চিত করা হয়েছে। পিয়ংইয়ং দাবি করেছে, বড় আকারের অনেক রকেট লঞ্চারের পরীক্ষা সফল হয়েছে।

e06f2e7c42cb49ffb623a990f4d22e78_18
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, রবিবার দেশটির পূর্ব উপকূলে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। দক্ষিণ কোরিয়া বলেছে, বিশ্ব যখন করোনা মহামারি মোকাবিলায় লড়ছে তখন উত্তর কোরিয়ার এই পরীক্ষাগুলো বেমানান।
বার্তা সংস্থা কেসিএনএ জানায়, এই পরীক্ষার লক্ষ্য ছিল সুপার লার্জ মাল্টিপল রকেট লঞ্চারের কৌশল ও প্রযুক্তিগত দিক যাচাই করা। গত আগস্ট থেকেই একাধিক পরীক্ষা চালানো হয়েছে। সচরাচর উত্তর কোরীয় নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এসব পরীক্ষা চালানো হলেও রবিবারের পরীক্ষায় তিনি উপস্থিত ছিলেন কিনা তা জানায়নি কেসিএনএ।
উত্তর কোরিয়া আগামী ১০ এপ্রিল তাদের পার্লামেন্ট সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির অধিবেশন ডেকেছে। ওই অধিবেশনে প্রায় ৭০০ প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
এর মাধ্যমে দেশটি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় নিজেদের সফলতা ও সক্ষমতার প্রমাণ দিতে যাচ্ছে বলেও অনুমান বিশ্লেষকদের।