জুলাই-আগস্টে সংক্রমণ চূড়ায় পৌঁছাবে পাকিস্তান: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সরকার আশঙ্কা করছে জুলাইয়ের শেষ বা আগস্টে করোনাভাইরাসের সংক্রমণ চূড়ায় পৌঁছাবে। সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে একথা বলেছেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এখবর জানিয়েছে।

PM-Imran-Khan-604x270

সরকারি তথ্য অনুসারে, পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। সোমবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৬৩৭। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ১০৮ জনের এবং সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৩৫৫ জন।

ইমরান খান বলেন, আমরা ইতোমধ্যে জানি যে, ভাইরাস ছড়িয়ে পড়বে। আমাদের বিশেষজ্ঞরা চলমান প্রবনতা বিশ্লেষণ করে জানিয়েছেন তা ছড়াবে, চূড়ায় পৌঁছার পর কমে আসবে। সংক্রমণ রেখার নিম্নগতি হাসপাতালের উপর চাপ কমানোর জন্য প্রয়োজন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আজ আমি আপনাদের বলতে চাই যে, আমরা যদি যথাযথ প্রক্রিয়া, সুরক্ষার পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করি তাহলে মহামারি মোকাবিলা করতে পারব।

তিনি আরও বলেন, জুলাইয়ের শেষ বা আগস্টে দেশে সংক্রমণ চূড়ায় পৌঁছাবে এবং পরে তা কমবে। ফলে আজ আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, আমার জন্য নয়, আপনাদের নিজেদের জন্য– দয়া করে আপনার প্রিয়জন ও বয়স্কদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করুন।