আর্মেনিয়া-আজারবাইজান সীমান্ত সংঘর্ষে ৪ সেনা নিহত

আর্মেনিয়া ও আইজারবাইজান সীমান্তে সংঘর্ষে উভয় দেশের অন্তত ৪ সেনা নিহত হয়েছে। সোমবার উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় সংঘর্ষ ও হতাহতের কথা জানিয়েছে। ব্রিটিশ বার্তা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

38affac713834a6988cbc7ec36d31951_18

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের চার সেনা নিহত ও পাঁচজন আহত হয়েছে। আর আর্মেনিয়া জানিয়েছে তাদের অন্তত দুই সেনা আহত হয়েছে। উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘন করে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছে।

রবিবার উভয় দেশের মধ্যে গোলাগুলি শুরু হয় এবং তা সোমবার পর্যন্ত অব্যাহত ছিল।

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র এই দুটি দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আজারবাইজান সীমান্তের অভ্যন্তরে নাগর্নো-কারাবাখ ছিটমহল আর্মেনিয়ান আদিবাসীদের নিয়ন্ত্রণে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সংঘর্ষ ছড়িয়ে পড়লে তারা স্বাধীনতার ঘোষণা দেয়।

১৯৯৪ সালে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও উভয় দেশে একে অপরের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ করে আসছে।