বাংলাদেশ, ভারতের সঙ্গে বিদ্যুৎ বাণিজ্যের অনুমতি নেপালের

বাংলাদেশ ও ভারতের সঙ্গে বিদ্যুৎ বাণিজ্যের জন্য নেপাল ইলেক্ট্রিসিটি অথরিটি (এনইএ)-কে অনুমতি দিয়েছে দেশটির সরকার। সরকারের অনুমোদন ছাড়া আন্তঃদেশীয় বিদ্যুৎ বাণিজ্য সম্পন্নে এখতিয়ার নেই এনইএ-এর। বৃহস্পতিবার নেপালের সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমস এখবর জানিয়েছে।

bigstock-166542896-1536508052864-1543382631090

নেপালের বিদ্যুৎ, পানিসম্পদ ও সেচমন্ত্রী বার্শামান পুন জানান, সোমবার মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ও ভারতের কাছে বিদ্যুৎ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। যখন দেশে উৎপাদন বেশি থাকবে তখন প্রতিবেশী দেশের কাছে বিদ্যুৎ বিক্রি ও যখন কম থাকবে তখন আমদানি করতে পারবে এনইএ। ফলে প্রতিযোগিতামূলক দরে এনইএ বিদ্যুৎ কেনা-বেচা করতে পারবে।

মন্ত্রী বলেন, পণ্য বাণিজ্যের মতোই বিদ্যুৎ বাণিজ্যের অনুমোদন দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই এনইএ ভারতের কাছে বিদ্যুৎ বিক্রির প্রস্তুতি নিচ্ছে। ভারতের জ্বালানির বাজারে শেয়ারের মতোই বিদ্যুৎ কেনা-বেচা করা যায়। ভারতে প্রতিনিধিত্বের জন্য এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে এনইএ।