আর্মেনীয়দের সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান এরদোয়ানের

আর্মেনিয়া ও আজারবাইজানের সংঘর্ষের ঘটনায় আর্মেনীয়দের দেশটির শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। রবিবার তিনি আর্মেনীয়দের ভবিষ্যতের জন্য যেসব নেতারা তাদের বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছেন এবং তাদের পুতুলের মতো ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রজব তাইয়্যেব এরদোয়ান

মধ্য এশিয়ার দুই বৈরী প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে রবিবার যুদ্ধ ছড়িয়ে পড়েছে। বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে এই সংঘাতের জন্য একে অপরকে দায়ী করছে উভয় দেশ। সংঘাতের কারণে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেশী দুই দেশের সংঘাতে আর্মেনিয়ার নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পক্ষ থেকে এই হামলাকে আজারবাইজানের বিরুদ্ধে উসকানি বলে উল্লেখ করা হয়েছে।

টুইটারে এরদোয়ান আরও লিখেছেন, দখল ও নির্মমতার বিরুদ্ধে বিশ্বকে আজারবাইজানের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।

আজারবাইজানের পাশে ক্রমবর্ধমান সংহতি তুরস্ক অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন এরদোয়ান।