লাদাখ সীমান্তে চীনা সেনাকে আটক করলো ভারত

লাদাখ সীমান্তের দেমচক এলাকায় সোমবার এক চীনা সেনাকে আটক করেছে ভারত। বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের দায়ে তাকে আটক করা হয়েছে। আটক চীনা সেনার কাছে সামরিক ও বেসামরিক কয়েকটি নথি পাওয়া যায়। সোমবার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তাকে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)- এর হাতে তুলে দেওয়া হবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

999999999999

খবরে বলা হয়েছে, আটক পিএলএ সেনার নাম করপোরাল ওয়াং ইয়া লং। সোমবার লাদাখের পূর্বাঞ্চল দেমচকে প্রকৃত নিয়ন্ত্রণরেখার আশপাশে ঘোরাঘুরির সময় আটক করা হয় তাকে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, চীনা সেনাকে চিকিৎসা সহযোগিতা দেওয়া হচ্ছে। তাকে অক্সিজেন, খাবার ও শীতের পোশাক দেওয়া হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, পিএলএ’র কাছ থেকে নিখোঁজ সেনার তথ্যের জন্য অনুরোধ জানানো হয়েছে।