মালাবার নৌ মহড়ায় অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ ভারতের

লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যেই চীনকে বার্তা দিতে মালাবার নৌ-মহড়ায় অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। সোমবার ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ জানানো হয়। এ বছরের নভেম্বরের শেষ দিকে ভারত, যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বঙ্গোপসাগরে নৌ-মহড়ায় অংশ নিতে দেখা যাবে অস্ট্রেলিয়াকে।

image

অক্টোবরের শুরুতে জাপানে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বিশেষ বৈঠকে যোগ দেন। সেখানেই অস্ট্রেলিয়াকে মালাবার নৌ মহড়ার অন্তর্ভুক্ত করার প্রসঙ্গ ওঠে। বিষয়টি আলোচনার পর্যায়েই আটকে ছিল। অস্ট্রেলিয়ার অন্তর্ভুক্তির পর অক্টোবরের শেষ দিকে আবার ভার্চুয়াল আলোচনা সভা বসবে।

সোমবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সামুদ্রিক নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোই ভারতের লক্ষ্য। এ বছর মালাবার মহড়ায় অস্ট্রেলীয় নৌবাহিনীকেও অংশ নিতে দেখা যাবে। এতে অংশগ্রহণকারী সব দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় গড়ে উঠবে’।

১৯৯২ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মালাবারে নৌ-মহড়া চালিয়ে আসছিল ভারত। ২০০৭ সালে অস্থায়ী সদস্য হিসেবে তাতে যোগদান করতে আমন্ত্রণ জানানো হয় অস্ট্রেলিয়াকে। ওই সময় জাপান ও সিঙ্গাপুরকেও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তাতে আপত্তি জানায় চীন। এরপর বেশ কয়েক বছর ধরে মালাবারে ভারত-মার্কিন মহড়া হিসেবেই চলে আসছিল।

২০১৫ সালে জাপানকে মালাবার নৌ-মহড়ার অন্তর্ভুক্ত করা হয়। ২০১৭ সালে সেই ত্রিদেশীয় মহড়ায় পর্যবেক্ষক হিসেবে যোগ দিতে অনুরোধ জানায় অস্ট্রেলিয়া। চীনের আপত্তির কথা ভেবে তা নিয়ে দিল্লির তরফে সংশয় ছিল। কিন্তু এবার লাদাখে চীনের সঙ্গে সীমান্ত বিরোধের ফলে অস্ট্রেলিয়াকে নৌ-মহড়ায় অংশ নিতে আমন্ত্রণ জানিয়ে দিল্লি আসলে বেইজিংকেই কড়া বার্তা দিলো বলে মনে করছেন কূটনীতিবিদরা। সূত্র: আনন্দবাজার পত্রিকা