৫ তলা ভবন ‘হেঁটে’ গেলো নতুন স্থানে! (ভিডিও)

চীনের সাংহাইয়ের পূর্বাঞ্চলীয় হুয়াংপু জেলার বাসিন্দারা এই মাসের শুরুতে একটি অভাবনীয় ঘটনা প্রত্যক্ষ করেছেন: একটি ভবনের ‘হেঁটে চলা’।

444

৮৫ বছর পুরনো একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পুরোটা মাটি থেকে তুলে নতুন জায়গায় স্থানান্তর করা হয়েছে। এই কাজে ব্যবহার করা হয়েছে নতুন এক ধরনের প্রযুক্তি। এই প্রযুক্তিকে ওয়াকিং মেশিন বলে ডাকা হচ্ছে।

ঐতিহাসিক স্থাপনা সুরক্ষার অংশ হিসেবে ইঞ্জিনিয়াররা পাঁচতলা ভবনের নিচে প্রায় ২০০টি ‘মোবাইল সাপোর্ট’ বসান। এগুলো রোবটের পায়ের মতো। এটি দুই অংশে বিভক্ত। একটি উপরে উঠলে আরেকটি নিচে নামে। মানুষের হাঁটার মতো। এগুলোতে যুক্ত করা সেন্সর দিয়ে ভবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ন্ত্রণ করা হয়।

সাংহাই এভোলিউশন শিফট নামের কোম্পানি ২০১৮ সালে এই প্রযুক্তি উদ্ভাবন করে। কোম্পানির প্রধান কারিগরি সুপারভাইজার ল্যান উজি বলেন, এটি হলো ভবনকে ক্রাচ দেওয়ার মতো, যাতে করে এটি দাঁড়াতে এবং পরে হাঁটতে পারে। সূত্র: সিএনএন