গুপ্তধনের লোভে ৬ সন্তান বলির চেষ্টা, দুই বাবা আটক

আসামে লুকিয়ে থাকা গুপ্তধনের খোঁজ পেতে নিজেদের ছয় শিশুকে বলি দেওয়ার চেষ্টার অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা শিশু বলির অভিযোগে তাদেরকে থানায় হস্তান্তর করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

download (1)

খবরে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শী ও লিখিত অভিযোগ না থাকায় আসামের শিভসগার জেলার পুলিশ নিজেরা তদন্ত শুরু করেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে আটক পরিবারের সদস্যরা। দুই ভাই ও ছয় শিশুকে পুলিশ কাস্টডিতে রেখেছে।

দিমোমুখ গ্রামের বাসিন্দারা সম্প্রতি জামিউর হুসাইন ও শরিফুল হুসাইন নামের দুই ভাইয়ের বিরুদ্ধে মৌখিকভাবে থানায় অভিযোগ করেন। তারা জানান, এই দুই ভাই দীর্ঘদিন ধরেই গুপ্তধনের খোঁজ করছিল। সম্প্রতি বেজ নামের এক স্থানীয় ওঝা’র পরামর্শে তারা নিজেদের সন্তানদের বলি দেওয়ার চেষ্টা করছে।

শিভসগার থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, স্থানীয়রা ওঝাকে চিহ্নিত করেছেন। ওই ওঝা দুই ভাইকে বলেছে যে, তারা যদি নিজেদের সন্তানদের বলি দেয় তাহলে তাদের বাড়ির একটি আম গাছে নিচে গুপ্তধনের সন্ধান পাবে। দুই ভাইয়ের প্রত্যেকের তিনজন করে সন্তান রয়েছে। ছয় শিশুকে ঘরে বন্দি রাখা হলে গ্রামবাসীর সন্দেহ বাড়ে। তারা দুই ভাই, তাদের স্ত্রী ও শিশুদের থানায় হস্তান্তর করে।

আসামে নর বলি, বিশেষ করে শিশু বলি দেওয়ার ঘটনা আগেও ঘটেছে। গত বছর উদালগিরি জেলায় এক শিশুকে তার পরিবার বলির চেষ্টাকালে উদ্ধার করা হয়। এর আগে ২০১৩ সালে নর বলি দিতে গিয়ে এক ব্যক্তি নিজের ১৩ বছরের ছেলেকে হত্যা করে।