পাকিস্তানে হাসপাতালে অক্সিজেনের অভাবে ৬ করোনা রোগীর মৃত্যু

পাকিস্তানের পেশাওয়ারের একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে করোনাভাইরাসে আক্রান্ত ৬ রোগীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে খাইবার টিচিং হাসপাতালে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_115861764_hi064676117

পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর পেশোয়ারে সিলিন্ডার অক্সিজেন আসে ১৯০ কিলোমিটার দূরের শহর রাওয়ালপিন্ডি থেকে। সরবরাহে বিলম্বের কারণে হাসপাতালটিতে দুই শতাধিক রোগী কয়েক ঘণ্টা প্রয়োজনের তুলনায় কম অক্সিজেন গ্রহণ করেছেন। হাসপাতালের কর্তৃপক্ষ অক্সিজেনের ঘাটতির জন্য সরবরাহকারী কোম্পানিকে দায়ী করছে। তবে হাসপাতালের বেশ কয়েকজন কর্মীকে ছাঁটাই করা হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের মতো পাকিস্তানেও ফের করোনার সংক্রমণ বাড়ছে। মহামারির শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষাধিক মানুষ এবং আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজারের বেশি।

খাইবার টিচিং হাসপাতালের মুখপাত্র ফারহাদ খান জানান, শনিবার রাতে ওই সাত রোগীকে দেওয়া অক্সিজেন শেষ হয়ে যায়। সরবরাহকারী প্রতিষ্ঠান ওই সময় হাসপাতালে অক্সিজেন সরবরাহ করতে ব্যর্থ হয়। হাসপাতালে থাকা ৩০০ সিলিন্ডার রোগীদের প্রয়োজন মেটাতে ব্যর্থ হয়। অক্সিজেনের ঘাটতি দেখা দেয়।

করোনা রোগীদের মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী তৈমুর ঝাগরা। দ্রুত তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।