পরিবর্তন আসলো এভারেস্টের উচ্চতায়

পৃথিবীর উচ্চতম শৃঙ্গ এভারেস্টের উচ্চতা ক্রমেই বাড়ছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্ক চলছে নেপাল ও চীনের মধ্যে। মঙ্গলবার নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, অবশেষে নেপাল ও চীনের যৌথ সংবাদ সম্মেলনে এভারেস্টের উচ্চতা নিয়ে উভয় দেশ একমত হয়েছে। সিদ্ধান্ত অনুসারে নতুন উচ্চতা ৮৮৪৮.৮৬ মিটার। অর্থাৎ শূন্য দশমিক ৮৬ মিটার উচ্চতা বেড়েছে শৃঙ্গটির। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

_58766063_58766062

২০১৯ সালে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং যখন নেপাল সফরে এসেছিলেন, তখনই মাউন্ট এভারেস্টের উচ্চতা নতুন করে মাপার প্রক্রিয়া আলোচিত হয়েছিল। এরপর এই কাজে একসঙ্গে যোগ দেয় নেপাল ও চীন। এ বছর কিছু দিন আগেই উচ্চতা মাপার এই কাজ শেষ হয়। তবে তারপর থেকে ঘোষণা করা হয়নি কিছু।

সোমবার নেপালের ভূমি সংস্কার মন্ত্রী পদ্মা আরিয়াল বলেছিলেন, মঙ্গলবার নেপাল ও চীন যৌথভাবে এভারেস্টের নতুন উচ্চতা ঘোষণা করবে। এরপর নেপালের সমীক্ষক দলের তত্ত্বাবধানে একটি সাংবাদিক বৈঠকও করা হবে।

মঙ্গলবার দুপুরে সেই বৈঠকেই জানা গেলো এভারেস্টের নতুন উচ্চতা। চীনের সংবাদমাধ্যম ‘পিপলস ডেইলি’ও এই খবর ঘোষণা করেছে টুইট করে।

এভারেস্টের উচ্চতা প্রথমবার মাপা হয়েছিল ১৮৫৫ সালে। তখন এভারেস্টের উচ্চতা ছিল ২৯ হাজার ২ ফুট বা ৮ হাজার ৮৪৮ মিটার।