কৃষক বিক্ষোভের সমর্থনে পাঞ্জাবে পুলিশ কর্মকর্তার পদত্যাগ

ভারতে চলমান কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদত্যাগ করেছেন পাঞ্জাব প্রদেশের ডিআইজি প্রিজন লক্ষীন্দর সিং জাখার। শনিবার তিনি এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি তিনি চণ্ডিগড়ে ডিআইজি প্রিজন হিসেবে বদলি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।

Jakhar-1

পদত্যাগের পর জাখার বলেন, আমি সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। আমি মনে করি না আমার পদত্যাগ গ্রহণে কোনও জটিলতা হবে।

মে মাসে দুর্নীতির অভিযোগে এই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। তবে দুই মাস আগে ৫৬ বছরের এই কর্মকর্তা পুনরায় দায়িত্বে ফিরেছেন।

জাখার বলেন, প্রথমে আমি একজন কৃষক এবং পরে একজন পুলিশ কর্মকর্তা। আমি আজ যে পদে রয়েছি তা কৃষক হিসেবে আবার বাবার ক্ষেতে কাজের ফলে হয়েছে। তিনিই আমাকে পড়াশোনা করিয়েছেন। তাই, সবকিছুতেই আমি কৃষির কাছে ঋণী।

১৪ পাঞ্জাব রেজিমেন্টে ক্যাপ্টেন হিসেবে কিছু দিন কর্মরত ছিলেন তিনি। পরে তিনি পাঞ্জাব পুলিশে যোগ দেন।

পাঞ্জাব পুলিশের সহকারী মহাপরিচালক পারভীন কুমার সিনহা জানান, জাখার তার পদত্যাগপত্র প্রিন্সিপাল সেক্রেটারি (প্রিজন) ডিকে তিওয়ারির কাছে দাখিল করেছেন।

উল্লেখ্য, ভারত সরকার সম্প্রতি কৃষি আইনে বদল করে করপোরেট চাষ ও কৃষকদের কাছ থেকে যত খুশি ফসল কেনার অনমুতি দিয়েছে। করপোরেশনগুলি কৃষকদের আগাম টাকা দিয়ে কী চাষ করতে হবে সেটাও বলে দিতে পারবে। কৃষকদের ধারণা, এর ফলে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। তারা শেষ পর্যন্ত করপোরেশনের দাসে পরিণত হবেন। সুবিধা হবে বড় সংস্থাগুলির। কয়েক বছরের মধ্যে কৃষিতে তাদের একচেটিয়া বাজার প্রতিষ্ঠা হবে।

নতুন কৃষি আইনের প্রতিবাদে দিল্লি ঘেরাও কর্মসূচি পালন করছে দেশটির লাখ লাখ কৃষক। আন্দোলনরত কৃষকদের সঙ্গে সমঝোতা করতে সরকারের একাধিক বৈঠক হলেও কোনও সমাধান সূত্র বের হয়নি।