পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে অন্তত ৭ সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত ৭ সেনা সদস্য নিহত হয়েছে। রবিবার পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

48296331_101

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বালুচিস্তান প্রদেশের হারনাই জেলায় রবিবার সকালে এই হামলা হয়।

সিনিয়র পুলিশ কর্মকর্তা শাউলি তারিন নিহতের সংখ্যা আটজন বলে জানিয়েছেন। তিনি জানান, বন্দুকধারীদের গুলিবর্ষণের পর গুলিবিনিময়ে নিহতদের মধ্যে আধাসামরিক বাহিনীর ছয় সদস্য এবং দুজন বেসরকারি দেহরক্ষী রয়েছেন।

গুলিবর্ষণে আরও ছয় সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

ফ্রন্টিয়ার কর্পস সদস্যদের উপর এই হামলা স্থানীয় একটি ফুটবল মাঠের পাশে বোমা বিস্ফোরণের একদিন পর ঘটলো। বোমা বিস্ফোরণে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

রবিবারের হামলার দায় কোনও গোষ্ঠী স্বীকার করেনি। তবে দেশটিতে এমন হামলা সচরাচর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী চালিয়ে থাকে। বালুচিস্তানে একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে।

আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্তবর্তী বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় ও ভঙ্গুর প্রদেশ। তালেবান ছাড়াও প্রদেশটির স্বাধীনতার দাবিতে একাধিক সশস্ত্র গোষ্ঠী রয়েছে।