চীনে ফের লকডাউনে ১ কোটির বেশি মানুষ

নতুন করে শতাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর উত্তরাঞ্চলীয় শহর শিজিয়াজুয়াংয়ে ১ কোটি ১০ লাখের বেশি মানুষকে লকডাউনের আওতায় নিয়ে এসেছে চীন। বাসিন্দারা শহর থেকে কোথাও যেতে পারবেন না্ এবং স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

বিবিসি’র খবরে বলা হয়েছে, ৫ হাজারের বেশি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। যাতে করে সব বাসিন্দার করোনা পরীক্ষা করা সম্ভব হয়।

চীনে গত পাঁচ মাসের মধ্যে নতুন শনাক্তের সংখ্যা এটিই সর্বাধিক। কঠোর পদক্ষেপের মাধ্যমে এমন সংক্রমণ ঠেকিয়ে রাখতে পেরেছে চীন। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে নতুন ক্লাস্টার শনাক্তের পর ব্যাপক হারে পরীক্ষা। এমনকি আকারে তা ক্ষুদ্র হলেও।

শিজিয়াজুয়াং শহরটি যে প্রদেশে অবস্থিত সেই হেবেই প্রদেশে বৃহস্পতিবার ১২০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরেই করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। পরে তা বৈশ্বিক মহামারিতে রূপ নেয়।

চীনা শহরে লকডাউন এমন সময় জারি হলো যখন দেশটি চীনা নববর্ষ পালনের প্রস্তুতি নিচ্ছে। নববর্ষ উপলক্ষে দেশটির লোকজন নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটাতে ভ্রমণ করে থাকেন। তবে শিজিয়াজুয়াং শহরের বাসিন্দারা এবার শহর ছাড়তে পারছেন না। বাস, ট্রেন চলাচল বন্ধ এবং অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে।