জাপানকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দ. কোরীয় আদালতের

দক্ষিণ কোরিয়ার একটি আদালত ১২ জন নারীকে ক্ষতিপূরণ দিতে জাপানকে নির্দেশ দিয়েছে। যুদ্ধের সময়ে এসব নারী জাপানের যৌন দাস হিসেবে কাজ করতে বাধ্য হয়েছিলেন। শুক্রবার দক্ষিণ কোরিয়ার আদালতের এই নির্দেশের কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক বিরোধ নতুন করে উস্কে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

১৯১০ থেকে ১৯৪৫ পর্যন্ত জাপানের উপনিবেশিক শাসন নিয়ে সিউল ও দক্ষিণ কোরিয়ার মধ্যে মতবিরোধ রয়েছে। ওই শাসনের কারণে ক্ষতিগ্রস্থ অনেকেই টোকিওর আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ দাবি করে আসছে।

শুক্রবার সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের আদেশে বলা হয়েছে, জাপানের সৈন্যদের যৌন দাস হিসেবে ব্যবহার হওো ১২ জন নারীর প্রত্যেককে ৯১ হাজার ডলার করে ক্ষতিপূরণ দেওয়া উচিত। আদালতের রায়ে বলা হয়েছে, প্রমাণ, সংশ্লিষ্ট উপাদান এবং স্বাক্ষ্যে দেখা গেছে এসব নারীরা অভিযুক্তদের মাধ্যমে মারাত্মক, অকল্পনীয় শারিরীক ও মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন। কোনও ক্ষতিপূরণই তাদের যন্ত্রণা লাঘব করতে পারে না।’

তবে জাপান বলে আসছে, ২০১৫ সালের এক চুক্তির মাধ্যমে ইস্যুটি সিউলের সঙ্গে মীমাংসা করা হয়েছে।