উড্ডয়নের পর নিখোঁজ ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বিমান

 

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়ে গেছে। সিরিউয়িজায়া এয়ারের বোয়িং ৭৩৭ বিমানটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিলো। কর্মকর্তারা বলছেন, পশ্চিম কালিমানতান প্রদেশের পন্তিয়ানাক-এ  যাওয়ার পথে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ফ্লাইট তদারকি ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪.কম জানিয়েছে, তিন হাজার মিটার উচ্চতায় এক মিনিটেরও কম সময়ের মধ্যে বিমানটি হারিয়ে যায়।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, তল্লাশি এবং উদ্ধার অভিযানের প্রচেষ্টা চলছে।

স্থানীয় বিমান সংস্থা সিরিউয়িজায়া এয়ার জানিয়েছে, এখনও তারা ফ্লাইট সম্পর্কিত তথ্য যোগাড়ের চেষ্টা চালাচ্ছে।

বিমানটি গত কয়েক বছরে দুটি বড় বিধ্বস্তের ঘটনায় জড়িত থাকা ৭৩৭ ম্যাক্স মডেলের নয়। এর মধ্যে একটি ২০১৮ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের ফ্লাইট সাগরে বিধ্বস্ত হয়ে ১৮৯ জন নিহত হয়।