ইন্দোনেশিয়ায় ভ্যাকসিনে তরুণদের অগ্রাধিকার, প্রশ্নের মুখে সরকার

ঝুঁকিপূর্ণ বিবেচনায় দুনিয়া জুড়ে করোনাভাইরাসের টিকা পাওয়ার ক্ষেত্রে প্রবীণেরা অগ্রাধিকার পেলেও উল্টো ঘটছে ইন্দোনেশিয়ায়। বুধবার সেদেশে টিকাদান কর্মসূচির শুরুতে অগ্রাধিকার পাচ্ছেন তরুণরা। ইন্দোনেশীয় সরকারের এই নীতি নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসের মহামারিতে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ ইন্দোনেশিয়া। দেশটির আট লাখ ৩৬ হাজারেরও বেশি মানুষের সংক্রমণ শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ২৪ হাজার ৩৪৩ জনের। মহামারি মোকাবিলায় চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাকের উদ্ভাবিত টিকা করোনাভ্যাক প্রয়োগ শুরু করছে দেশটি।

বুধবার থেকে শুরু হওয়া ইন্দোনেশিয়ার টিকাদান কর্মসূচি চলবে মার্চের শেষ নাগাদ পর্যন্ত। ১৩ লাখ স্বাস্থ্যসেবা কর্মীর পাশাপাশি এক কোটি ৭৪ লাখ সরকারি কর্মী-পুলিশ, সেনা সদস্য, শিক্ষক এবং আমলা-বিনামূল্যে টিকা পাবেন। তারপরে দেশটির প্রাপ্তবয়স্করা টিকা পাবেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. নাদিয়া উইকেকু বলেন, ‘ইন্দোনেশিয়া বয়স্কদের পরিবর্তে ১৮ থেকে ৫৯ বছরের উৎপাদনক্ষমদের টার্গেট করছে কারণ এই বয়সী মানুষদের ওপর সিনোভ্যাক ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা সম্পন্ন হয়নি।’ ৬০ বছরের বেশি বয়সীদের ওপর টিকাটি নিরাপদে ব্যবহার করা যায় কিনা তা ইন্দোনেশিয়ার খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পর্যালোচনা করে দেখছে বলে জানান তিনি।

ইন্দোনেশিয়ার বহু নাগরিক সরকারের এই নীতিকে সমর্থন করছেন। ৫৬ বছর বয়সী নারী ব্যবসায়ী পুটু বলেন, ‘কারণ ইন্দোনেশিয়ার বয়স্ক মানুষেরা বেশিরভাগ বাড়িতেই থাকে, কর্মীক্ষম মানুষের চেয়ে তাদের সংক্রমিত হওয়ার সুযোগ কম।’ ‘সেকারণে তরুণরা যদি প্রথমে টিকা পায়, তাহলে তারা প্রবীণদের নিরাপদে দেখতে যেতে পারবে,’ বলেন তিনি।

তবে বিশেষজ্ঞরা এই মত মানতে রাজি নন। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের ভ্যাকসোনোলোজির প্রফেসর কিম মুলহলান্দ বলেন, ‘আমরা জানি চীন এবং মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে যেসব বয়স্করা টিকা নিয়েছেন তারা তরুণদের মতোই ভালোই সাড়া দিয়েছেন। ফলে যুক্তি হিসেবে যা বলা হচ্ছে যে, ইন্দোনেশিয়ায় ট্রায়ালের সময় বয়স্কদের যুক্ত করা হয়নি বলে তাদের প্রথমে দেওয়া হচ্ছে না, সেই যুক্তি গ্রহণযোগ্য নয়।’

মেডিক্যাল বিশেষজ্ঞরা বলছেন, প্রথমে টিকা দেওয়া উচিত সামনের কাতারে থাকা স্বাস্থ্য কর্মীদের। তারপরে দেওয়া উচিত বয়স্কদের।