ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত অন্তত ৩৪

ইন্দোনেশিয়ার সুলায়েসি দ্বীপে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ভোরে ৬.২ মাত্রার এই ভূমিকম্পে অন্তত ৩৪ জন নিহত ও ছয়শ’রও বেশি মানুষ আহত হয়েছে। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো  মাজেনে শহর থেকে ছয় কিলোমিটার উত্তরপূর্বে মাটির দশ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কবলে পড়ে অন্তত ১৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

প্রশান্ত মহাসাগরের রিং অব ভলকানো-র ওপর অবস্থিত ইন্দোনেশিয়া। অর্থাৎ,ভৌগোলিক কারণেই ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। প্রায়ই দেশটিতে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। আর তাতে শত শত মানুষের মৃত্যু হয়।

শুক্রবার সকালে সুলায়েসি দ্বীপের ভূমিকম্পে মাজেনে শহরের উত্তরাঞ্চলে একটি হাসপাতালের ভবন ধসে পড়ে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছে বহু রোগী ও হাসপাতাল কর্মী। আরিয়ান্তো নামের এক উদ্ধারকর্মী জানান, ‘হাসপাতালটি ভেঙে পড়েছে আর রোগী ও কর্মীরা আটকা পড়েছে। আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।’

নিহতদের মধ্যে অন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে মামুজু শহরে। এছাড়া সুলায়েসি দ্বীপের পশ্চিমাঞ্চলে আরও আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মামুজুর দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলি রহমান বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কিন্তু প্রার্থনা করছি তা যেন না হয়... মারা যাওয়া বহু মানুষ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে সুলায়েসি দ্বীপের পালু শহরে আরেকটি ৬.২ মাত্রার ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। এতে শত শত মানুষের মৃত্যু হয়।