খালাস পেলেন সাংবাদিক ড্যানিয়েল পার্ল হত্যায় দণ্ডিতরা

মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল হত্যাকাণ্ডে দণ্ডিত চার ব্যক্তিকে খালাস দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার দেশটির এক সরকারি আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে একে বিচারের নামে প্রহসন উল্লেখ করে বিবৃতি দিয়েছেন ওয়াল স্ট্রিট জার্নালের এই সাংবাদিকের পরিবার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়াল স্ট্রিট জার্নালের দক্ষিণ এশিয়া ব্যুরো চিফ ড্যানিয়েল পার্লকে ২০০২ সালে পাকিস্তানের করাচি থেকে অপহরণ ও পরে হত্যা করা হয়। অপহরণকারীরা পার্লের মাথা কেটে নিয়ে এর ভিডিও চিত্র যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেয়। ওই ঘটনায় ৪ জনকে ২০০২ সালেই গ্রেফতার করা হয়েছিল। তাদের অন্যতম ব্রিটিশ নাগরিক আহমেদ ওমর সাইদ শেখকে পরে পাকিস্তানের একটি নিম্ন আদালত মৃত্যুদণ্ড দেয়। বাকি তিন জনকেও বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। গত বছরের এপ্রিলে সিন্ধু প্রদেশের হাইকোর্ট ৪ আসামির মধ্যে ৩ জনেরই শাস্তি মওকুফ করে দেয়।

বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ দণ্ডিত চার আসামিকেই খালাস দেয়। দুই-এক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই রায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক অ্যাটর্নি জেনারেল সালমান তালিবুদ্দিন।

দণ্ডিতরা খালাস পাওয়ায় এর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ড্যানিয়েল পার্লের পরিবারের সদস্যরা। তাদের এক বিবৃতিতে বলা হয়, ‘আজকের সিদ্ধান্ত বিচারের নামে সম্পূর্ণ প্রহসন। আর এসব হত্যাকারীর মুক্তি সারা বিশ্বের এবং পাকিস্তানের জনগণের জন্য বিপদের কারণ হবে।’