করোনা নিয়ে সতর্ক করা সেই চীনা চিকিৎসকের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা

এক বছরেরও বেশি সময় আগে চীনের উহান প্রদেশে করোনাভাইরাসের উপস্থিতির কথা বিশ্বকে জানিয়ে সতর্ক করেছিলেন দেশটির চিকিৎসক লি ওয়েনলাং। পরে ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এবং অনেক মানুষের মৃত্যু হলে বিশ্বজুড়ে প্রশংসিত হন ওই চিকিৎসক। তবে তিনিও বাঁচতে পারেননি করোনার ছোবল থেকে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েই মারা যান লি। ভাইরাসটি সম্পর্কে বিশ্বকে জানানো এই চীনা চিকিৎসকের মৃত্যুর প্রথম বার্ষিকীতে দেশটির জনগণ শ্রদ্ধাভরে স্মরণ করেছেনডা. লি ওয়েনলাংকে। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে চোখের চিকিৎসক ডা. লি প্রথম ভাইরাসটি শনাক্ত করেন। তবে তিনি এটিকে আরেক প্রাণঘাতি ভাইরাস ‘সার্স’ বলে সন্দেহ করেছিলেন। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে গিয়ে নিজেও আক্রান্ত হন। তাকে শেষ পর্যন্ত হার মানতে হয় করোনার কাছে।

২০২০ সালের ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েই মারা যান লি। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে চীনা নাগরিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি লি’র মৃত্যু সংবাদ প্রথমে প্রকাশ করা হয়েছিল। কিন্তু পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। কয়েক ঘণ্টা বাদে ৭ ফেব্রুয়ারি উহান সেন্ট্রাল হাসপাতাল তার মৃত্যু ঘোষণা করে।

ডা. লি কে শ্রদ্ধা জ্ঞাপন করে চীনের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে একের পর এক পোস্ট এবং মন্তব্য করেছে উইবোর চীনা ব্যবহারকারীরা। এমনকি করোনা নিয়ে উইবোতে দেওয়া লি এর সেই সতর্কবার্তায় হাজার হাজার কমেন্ট পড়েছে শনিবার (৬ ফেব্রুয়ারি)। কেউ কেউ আবার  লি এর সর্বশেষ উইবো পোস্টে মন্তব্য লিখে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।

লি’কে শ্রদ্ধা জানাতে গিয়ে অনলাইনে মত প্রকাশের স্বাধীনতার দাবি তুলেছেন অনেকেই। তবে এসব পোস্টকেও সেন্সরশিপে পড়তে হয়েছে।

অল্প কিছু মানুষ শনিবার হাসপাতাল ভ্রমণ করে তার মৃত্যুবার্ষিকী পালন করেছেন।অনেকে নিয়ে গেছিলেন ফুল।

৩৪ বছরের এই চিকিৎসক ছিলেন করোনা সম্পর্কে প্রথম সতর্ক করা আট জনের একজন। এদেরকে সার্স-এর মতো ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গুজব ছড়ানোর’ দায়ে কর্তৃপক্ষ শাস্তি দিয়েছিল।