জাপানে অনুমোদন পেলো ফাইজারের ভ্যাকসিন

মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার (১৪ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত জানানো হয়। এর মধ্য দিয়ে করোনা মোকাবিলায় প্রথমবারের মতো কোনও ভ্যাকসিন অনুমোদন করলো জাপান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জাপানে এখন করোনাভাইরাস প্রকোপের তৃতীয় ঢেউ চলছে। গত কয়েক সপ্তাহে অবশ্য সেখানে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে দেখা গেছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৭২ জনের।

এমন অবস্থায় শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ফাইজারের টিকা অনুমোদন করা হবে কি না সেব্যাপারে মতামত জানার জন্য বিশেষজ্ঞদের এক প্যানেল বৈঠক আয়োজন করা হয়। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী নোরিহিসা তামুরা জানান, যত দ্রুত সম্ভব এ ভ্যাকসিন অনুমোদন দেওয়া হবে। সে অনুযায়ী, রবিবার থেকে আনুষ্ঠানিক অনুমোদন পেলো ফাইজারের টিকা।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেন, আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। শুরুতে প্রায় ১০ হাজার স্বাস্থ্য কর্মী এ টিকা গ্রহণ করবেন। বছরের মাঝামাঝি নাগাদ গোটা জনগোষ্ঠীর (১২ কোটি ৬০ লাখ মানুষ) জন্য টিকার সরবরাহ নিশ্চিত করা যাবে বলে আশা করছে জাপান সরকার।