সাঁজোয়া যানের সংখ্যায় বিশ্বে পঞ্চম বৃহত্তম সৌদি আরব

সাঁজোয়া যানের সংখ্যার দিক থেকে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে সৌদি আরব। আরব ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশকে পেছনে ফেলে এই অবস্থান নিয়েছে দেশটি। গ্লোবাল ফায়ার-এর একটি প্রতিবেদনের বরাতে শুক্রবার এখবর জানিয়েছে আল-খালিজ অনলাইন।

গ্লোবাল ফায়ারের প্রতিবেদন অনুসারে, সৌদি আরবের রয়েছে ১২ হাজার ৫০০ সাঁজোয়া যান। এই তালিকায় দেশটির পেছনে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইরান, তুরস্ক ও ইসরায়েল।

বিশ্বে সবচেয়ে বেশি সাঁজোয়া যান রয়েছে যুক্তরাষ্ট্রের। তালিকায় প্রথম থাকা দেশটির এই সংখ্যা ৪০ হাজার। দ্বিতীয় স্থানে থাকা চীনের ৩৫ হাজার, তৃতীয় রাশিয়া ২৭ হাজার ও চতুর্থ স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার ১৪ হাজার ১০০টি সাঁজোয়া যান রয়েছে।

১১ হাজার ৬৩০টি সাঁজোয়া যান নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে তুরস্ক। মিসর ১১ হাজার নিয়ে অষ্টম, ৮ হাজার ৫০০ যান নিয়ে ইরান ১৫তম এবং ১৭তম স্থানে থাকা ইসরায়েলের সাঁজোয়া যানের সংখ্যা ৭ হাজার ৫০০।

সৌদি আরবের সেনাবাহিনীকে উপসাগরীয় অঞ্চলে শক্তিশালী সেনাবাহিনীর একটি বলে মনে করা হয়। আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এই বাহিনী অন্যতম বৃহৎ বলে পরিচিত।