সহস্রাধিক বার্মিজকে ফেরত পাঠালো মালয়েশিয়া

মিয়ানমারের সহস্রাধিক নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। মঙ্গলবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক কায়রুল দাযাইমি দাউদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এক হাজার ৮৬ জন বার্মিজকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ওই ব্যক্তিরা স্বেচ্ছায় ফিরে যেতে রাজি হয়েছে।

আদালতের আদেশে প্রত্যাবাসন সাময়িকভাবে বন্ধ থাকার মধ্যেই তাদের ফেরত পাঠানো হলো। অন্যদিকে জান্তা শাসিত মিয়ানমার তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে উদ্বেগ রয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, স্বেচ্ছায় দেশে ফেরা বার্মিজদের মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজে করে ফেরত পাঠানো হয়েছে।

কায়রুল দাযাইমি দাউদ জানান, ফেরত পাঠানো ব্যক্তিদের গত বছর আটক করা হয়েছিল। তবে তাদের মধ্যে কোনও আশ্রয়প্রার্থী বা রোহিঙ্গা শরণার্থী নেই।

তিনি বলেন, ‘কোনও ধরনের জবরদস্তি ছাড়াই সবাই দেশে ফিরতে রাজি হয়েছে।’ সূত্র: আল জাজিরা, রয়টার্স।