আস্থা ভোটেই 'আস্থা' নেপালের প্রধানমন্ত্রীর

পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে হেরে গেলেও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তার এক সহযোগী। বুধবার ওই সহযোগী জানান, এর পরিবর্তে পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হতে চান প্রধানমন্ত্রী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে বিরোধের জের ধরে গত বছরের ডিসেম্বরে আকস্মিকভাবে পার্লামেন্ট বিলুপ্ত করে আগাম নির্বাচনের ডাক দেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। প্রধানমন্ত্রীর ঘোষণার পরই হিমালয় পর্বতের দেশটিতে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা।

মঙ্গলবার ওলির ওই ঘোষণাকে অসাংবিধানিক অ্যাখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আগামী ৮ মার্চের আগে পার্লামেন্টের অধিবেশন ডাকতেও নির্দেশ দিয়েছে। সর্বোচ্চ আদালতের রায়ের পর পরিস্থিতি পর্যালোচনার জন্য ক্ষমতাসীন দল নেপাল কমিউনিস্ট পার্টির (এনসিপি) মিত্রদের সঙ্গে বৈঠক শুরু করেছেন প্রধানমন্ত্রী ৬৯ বছর বয়সী কেপি শর্মা ওলি।

বুধবার কেপি শর্মা ওলির সহযোগী সূর্য থাপা রয়টার্সকে বলেন, প্রধানমন্ত্রী এখন পদত্যাগ করবেন না। এরকম কোনও প্রশ্ন নেই। তিনি পার্লামেন্টের মুখোমুখি হবেন।’

এদিকে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বুধবার দেশটির রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন সড়কে সমাবেশ করেছে ওলিবিরোধী কয়েক হাজার মানুষ। তারা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিও তুলেছে। পূর্ণ খাদকা নামের এক বিক্ষোভকারী বলেন, ‘ওলির এখন ব্যাগ গুছিয়ে নিয়ে বালকোটে চলে যাওয়া উচিত।’