তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩৪, এখনও আটকা ৭০

সাড়ে তিনশ’ যাত্রী নিয়ে তাইওয়ানের একটি টানেলে লাইনচ্যুত হয়ে পড়া একটি ট্রেন থেকে অন্তত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও আটকা পড়ে রয়েছে আরও অন্তত ৭০ জন। এছাড়া আহত হয়েছে আরও বহু মানুষ। মারাত্মক ক্ষতিগ্রস্থ ট্রেনের বগিগুলোতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সরকারি বার্তা সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, টানেলের মুখে যথাযথ ভাবে পার্কিং না করে রাখা একটি ট্রাকে ধাক্কা দিয়ে লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটি। ফায়ার ডিপার্টমেন্টের প্রকাশ করা ছবিতে ট্রেনটির পাশে বিধ্বস্ত হয়ে পড়া ট্রাকটির ধ্বংসাবশেষ দেখা গেছে। ঐতিহ্যবাহী ছুটির শুরুতে তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। 

রাজধানী তাইপে থেকে টাইটং শহরে যাওয়ার পথে ট্রেনটি হুয়ালিয়েন শহরের উত্তরাঞ্চলের একটি সুড়ঙ্গে লাইনচ্যুত হয়ে পড়ে। এর কয়েকটি বগি টানেলের দেওয়ালে আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় ট্রেনের অভ্যন্তরে অনেক যাত্রী দাঁড়িয়েছিলো।

তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইন ওয়েন এক বিবৃতিতে বলেছেন, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করাই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে ট্রেনটির চালকও রয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে তাইওয়ানের উত্তরপূর্বাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৮ জন নিহত এবং আরও ১৭৫ জন আহত হয়। ওই দুর্ঘটনাকেই এতো দিন গত তিন দশকের মধ্যে তাইওয়ানের সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা বলে বিবেচনা করা হয়।