ট্রেন দুর্ঘটনায় গ্রেফতার চায় তাইওয়ানের তদন্তকারীরা

তাইওয়ানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দায়ী হিসেবে সন্দেহভাজন এক কনস্ট্রাকশন সাইটের ম্যানেজারকে গ্রেফতার করতে চেয়েছে তদন্তকারীরা। ওই কনস্ট্রাকশন সাইটের একটি লরি লাইনে উঠে পড়ায় গত কয়েক দশকের মধ্যে তাইওয়ানের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত শুক্রবার প্রায় পাঁচশ’ যাত্রী নিয়ে টানেলের মুখে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পড়লে অন্তত ৫০ জন নিহত হয়।  টানেলের মুখে যথাযথভাবে পার্কিং না করে রাখা একটি ট্রাকে ধাক্কা খায় ট্রেনটি। এতে ট্রেনটির আটটি লাইনচ্যুত হয়ে পড়ে। দমকল বিভাগের প্রকাশ করা ছবিতে ট্রেনটির পাশে বিধ্বস্ত হয়ে পড়া ট্রাকটির ধ্বংসাবশেষ দেখা গেছে। এই ঘটনায় আহত হয়েছে আরও বহু মানুষ।

দুর্ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা। শনিবার তাইওয়ানের বিচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন যে প্রসিকিউটররা কনস্ট্রাকশন সাইটের ম্যানেজারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ করেছেন। তবে ওই ম্যানেজারের নাম প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যু এবং প্রমাণ জালিয়াতির অভিযোগ আনা হতে পারে। লিন জিন তাসান নামের ওই কর্মকর্তা বলেন, ‘প্রসিকিউটররা নিশ্চয়ই তদন্তের গতি জোরালো করবেন এবং এই অপরাধে জড়িতদের খুজে বের করার কাজেও গতি আনবেন।’

আশা করা হচ্ছে শনিবারই ওই গ্রেফতারি পরোয়ানার অনুমোদন দেবে আদালত।

এদিকে দুর্ঘটনাস্থল থেকে ট্রেনের ধ্বংসাবশেষ সরানো শুরু করেছে উদ্ধারকারী দল। দমকল বাহিনীর প্রধান জানিয়েছেন, টানেলের অভ্যন্তরে থাকা ধ্বংসাবশেষের মধ্যে আরও মরদেহ আটকে থাকার আশঙ্কা করছেন তিনি।