ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে

ইন্দোনেশিয়ায় প্রলয়ঙ্করী বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। রবিবার সকালে পূর্বাঞ্চলীয় একটি দ্বীপে বন্যাজনিত এই ভূমিধস দেখা দেয়। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সোমবার ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, রবিবারের ওই বন্যা ও ভূমিধসে অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে আরও ৪০ জন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইস্টার সানডে উদযাপনের কয়েক ঘণ্টা আগে টানা বর্ষণে বন্যা দেখা দেয়। এতে ক্যাথলিক খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলটিতে বন্যা ও ভূমিধস তৈরি হয়। ঘরবাড়িতে কাদাপানি ঢুকে পড়ে, সেতু ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে তারা প্রত্যন্ত ও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনায় বেগ পেতে হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই সপ্তাহে চরম প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ায় বর্ষা মওসুমে ভয়াবহ বন্যা ও ভূমিধস নতুন নয়। গত জানুয়ারিতেও পশ্চিম জাভার একটি শহরে বন্যায় ৪০ জনের মৃত্যু হয়েছিল।