মৌমাছির কারণে চার ঘণ্টা ফ্লাইট বিলম্ব

মৌমাছির বিভ্রাটের কারণে নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর যাত্রা করেছে ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী বিমান। মঙ্গলবার সকালে ফ্লাইটটি পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপ থেকে জাকার্তার উদ্দেশে ছেড়ে যাবার কথা ছিল। বিমানটিতে ১৫৬ জন যাত্রী ছিলেন।

বুধবার ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা গরুড়-এর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

Indonesia Garuda Plane

বিবৃতিতে বলা হয়, একটি মৌমাছি বিমানের গুরুত্বপূর্ণ একটি যন্ত্রের সঙ্গে আটকে যাওয়ায় বিমানটির কন্ট্রোলে সমস্যা দেখা দেয়। বিষয়টি জানতে পেরে বোয়িং ৭৩৭- এর চালক বিমানটি না ছাড়ার সিদ্ধান্ত নেন।

গরুড়-এর মুখপাত্র বেনি বাটারবাটার বলেন, বিমানটির পিটট টিউবে (বাতাসের চাপ ও গতিবেগ পরিমাপের যন্ত্র) একটি মৌমাছি আটকে পড়ার পর কারিগরি সমস্যা দেখা দেয়। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিমানটি বিলম্বে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ সময় ক্ষতিপূরণ হিসেবে যাত্রীদের কেউ অর্থ দাবি করেননি।

চার ঘণ্টা পর ত্রুটি সারিয়ে সুমাত্রা থেকে অবতরণ করে বিমানটি এবং বিকেলে নিরাপদে জাকার্তা পৌঁছায়।

মৌমাছির কারণে বিমানযাত্রা বিলম্বের ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। গত বছরের জুনে একটি ব্রিটিশ বিমানে প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল।

সূত্র: এনডিটিভি।

/এমপি/এএ/