বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করছে মালয়েশিয়া

বাংলাদেশসহ চার দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। বাকি দেশগুলো হচ্ছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। সরকারের একজন মন্ত্রীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার।

ভারতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গত ২৮ এপ্রিল দেশটির সঙ্গে বিমান চলাচল স্থগিতের ঘোষণা দেয় কুয়ালালামপুর। এখন ভারতের প্রতিবেশীদের ব্যাপারেও সজাগ থাকার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কবে থেকে এটি কার্যকর হবে সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু জানাননি তিনি।

ইসমাইল সাবরি ইয়াকুব জানান, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের নাগরিকদের ওপর দীর্ঘমেয়াদী সামাজিক ভিজিট পাস, ব্যবসায়িক ও সামাজিক সফর সর্বক্ষেত্রেই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ভিয়েনা কনভেনশন অনুযায়ী, কূটনৈতিক পাসপোর্টধারী ব্যক্তি এবং কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত ব্যক্তিরা এ নিষেধাজ্ঞা থেকে ছাড় পাবেন।