বিদ্রোহী শহরের নিয়ন্ত্রণ নিলো মিয়ানমার সেনাবাহিনী

তিন সপ্তাহ আগে সামরিক সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়া চিন রাজ্যের একটি ছোট শহরের নিয়ন্ত্রণ নিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

চিনল্যান্ড ডিফেন্স ফোর্স নামের বিদ্রোহীরা জানায়, বোমা বর্ষণ এড়াতে তাদের অ্যাক্টিভিস্ট ও স্বেচ্ছাসেবীরা মিন্দাত নামের শহর ছেড়ে গেছে।

মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে যে কয়টি শহর অস্ত্র হাতে তুলে নিয়েছে মিন্দাত সেগুলোর একটি।

ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর প্রায় ৮০০ বিক্ষোভকারী নিহত হয়েছেন। এদের বেশিরভাগই ছিলেন নিরস্ত্র।

বিবিসি'র দক্ষিণ এশীয় প্রতিনিধি জোনাথন হেড জানান, মিন্দাত শহরের নিয়ন্ত্রণ মিয়ানমারের সেনাবাহিনীর। টানা তিন সপ্তাহ ধরে সেনাবাহিনী স্থানীয় সশস্ত্র জনগণের বিরুদ্ধে লড়াই করছিল। এসব স্থানীয়রা মূলত দেশীয় শিকারের বন্দুক হাতে সেনাদের বিরুদ্ধে লড়ছে। বেশ কয়েকজন সেনা তাদের হাতে নিহত হয়েছে।

বিদ্রোহীরা জানিয়েছে, তাদের ছয় যোদ্ধা নিহত হয়েছে।

ধারণা করা হচ্ছে, মিন্দাতের কিছু মানুষ আশেপাশের জঙ্গলে লুকিয়েছে। অন্যরা এখনও শহরে আটকা পড়েছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এই সহিংসতার নিন্দা জানিয়েছে। ব্রিটিশ দূতাবাস বলেছে, বেসামরিক নাগরিকদের ওপর বোমা বর্ষণ কোনওভাবেই যৌক্তিক না।