মিস ইউনিভার্সের মঞ্চে মিয়ানমারের সুন্দরীর প্রতিবাদ

ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারের ক্রমশ জটিল পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। গণতন্ত্রপন্থীদের প্রবল বিক্ষোভের পাশাপাশি জান্তার বিরুদ্ধে জোট গড়েছে কয়েকটি বিদ্রোহী সশস্ত্র সংগঠন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মঞ্চের দৃষ্টি আকর্ষণ করতে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার মঞ্চে প্রতিবাদ জানালেন মিস মিয়ানমার থুজার উইন্ট লুইন।

রবিবার ফ্লোরিডায় প্রতিযোগিতার মঞ্চে জান্তার বিরুদ্ধে প্রতিবাদে সরব হন মিয়ানমারের প্রতিযোগী লুইন। হাতে একটি ব্যানার নিয়ে মঞ্চে ওঠেন তিনি। সেখানে লেখা ছিল, ‘প্রে ফর মিয়ানমার’ অর্থাৎ ‘মিয়ানমারের জন্য প্রার্থনা করুন’।

ফ্লোরিডা থেকে অপর এক ভিডিও বার্তায় তিনি বলেন, সেনাবাহিনীর গুলিতে প্রতিদিন আমাদের লোকজনের মৃত্যু হচ্ছে। সবার কাছে আমার আবেদন, আপনারা মিয়ানমারের জন্য আওয়াজ তুলুন। আমি যতটা পারি প্রতিবাদ করছি।

উল্লেখ্য, মিস ইউনিভার্স প্রতিযোগিতার শেষ পর্বে যেতে না পারলেও ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’-এর পুরস্কার পেয়েছেন তিনি। এর আগে দেশের দুর্দিনে গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে হাতে বন্দুক তুলে নেন মিয়ানমারের আরও এক সুন্দরী টার টেট টেট। সূত্র: রয়টার্স