আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কা, ১৪ জনের মৃত্যু

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৪ জন। দেশটির সরকারি তথ্যমতে, এখন পর্যন্ত ৫ হাজার মানুষ ঘর ছাড়া হয়েছেন।

বৃহস্পতিবার রাত থেকে দশটি জেলায় প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রাজধানী কলম্বোর পাশাপাশি অনেক জায়গার রাস্তা ঘাট ডুবে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে চরম বিপাকে পড়েছে পানিবন্দি মানুষ।

দেশটির দুর্যোগড় ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, গত দুই দিনে ১০ জন মানুষ বন্যার পানিতে ডুবে মারা গেছেন। বাকি চারজন ভূমিধসে মৃত্যু হয়েছে।

ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ৬০ হাজারের বেশি পরিবারের পাশাপাশি ৬ শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্তের কথা নিশ্চিত করেছে প্রশাসন। নিম্নাঞ্চলের বাসিন্দাদের ইতোমধ্যে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরকারি সাহায্যের অপেক্ষায় রয়েছেন বন্যা কবলিতরা।